
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দেশি মাল্টার যত গুন্
ফলমূলের কথা মনে হলেই জেনো আমাদের চোখে ভেসে ওঠে বিভিন্ন অনিরাপদ প্রিজারভেটিভ দেয়া অথবা ক্ষতিকর ক্যামিক্যাল যুক্ত ফলের কথা যেটাকে বিষ বললেও ভুল হবে না , কিন্তু এখন দেশি মালটা পাওয়া যাচ্ছে যা সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে দেশেই এবং সবুজ এই মালটা খেতেও সুস্বাদু।
মাল্টা সাইট্রাস ফসলের মধ্যে অন্যতম জনপ্রিয় ফল। মিষ্টি কমলা বা Sweet orange ( Citrus sinensis ) বাংলাদেশে মাল্টা নামে পরিচিত।
ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর:
ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর এই ফল সর্দি কাশি , ও বিভিন্ন ভিটামিন সি এর অভাব জনিত কারণে যে সকল রোগ হয় তা প্রতিরোধে গুরুত্ব পূরণ ভূমিকা পালন করে।
ক্যান্সার প্রতিরোধক:
মালটার ভিটামিন সি উপাদান আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।
এটি আমাদের শরীরের কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসেবে কাজ করে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ :
মাল্টা ভিটামিন সি সমৃদ্ধ ফল যা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমুহের উৎস। এটি ত্বকে সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলি রেখা প্রতিরোধ করে । মাল্টা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে ।
নিরাপদ পদ্ধতিতে উৎপাদিত:
কোনো প্রকার কীটনাশক ও ক্যামিক্যাল ছাড়াই উৎপাদন দেশি মাল্টা। জৈব পদ্ধতিতে উৎপাদিত,পারমিদা সব সময় নিরাপদ খাবার নিয়েই কাজ করছে
মাল্টার স্বাদ কখন ভালো হয়:
বায়ুমণ্ডলের আর্দ্রতা ও বেশি বৃষ্টিপাত মাল্টা ফলের গুনাগুণকে প্রভাবিত করে। বাতাসে অধিক আর্দ্রতা ও বৃষ্টিপ্রবণ এলাকায় মাল্টার খোসা পাতলা হয় এবং ফল বেশি রসালো ও নিম্ন মানের হয়। শুষ্ক আবহাওয়ায় ফলের মান ও স্বাদ উন্নতমানের হয়।
সবার জন্য জরুরি ভিটামিন সি এর উৎস:
শিশু , নতুন মা , বয়স্ক ব্যক্তি অথবা সুস্থ ব্যক্তি সবার জন্যেই ভিটামিন সি সমৃদ্ধ মালটা খাওয়া জরুরি।
আর দেশে উৎপাদন হবার কারণে এর দাম ও বিদেশী মাল্টার থেকে কম যে কারণে সবার জন্যেই সহজলভ্য এই ফলের চাহিদাও এখন বাড়ছে।
শীতকাল প্রায় চলেই এসেছে এসময় ঠান্ডা জনিত রোগ বেশি হয় ঋতু পরিবর্তনের কারণে।
নিরাপদ মালটা অর্ডার করতে সরাসরি ফোন করুন এই নাম্বারে –
০১৯৭২ ৫০৯৫৪৯
Website link for direct order – https://tinyurl.com/y2o9ywje
Parmeeda.com
#Safe
#Authentic
Comments (0)
Leave a reply
You must be logged in to post a comment.